সোমবার, মে ২৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক

১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধিত আইন বাতিলের দাবিতে আগামী বুধবার ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদসহ ৫টি বাঙালি সংগঠন। ০৭ আগস্ট দুপুরে একই দাবিতে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে ওই সংগঠনগুলোর নেতাকর্মীরা।

পার্বত্য নাগরিক পরিষদ ছাড়াও সম অধিকার আন্দোলন পরিষদ, জাগো পার্বত্যবাসী, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেয়। এতে সেলিম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নুরুল আলম, আতিকুর রহমান, কামাল উদ্দিন প্রমুখ। মানববন্ধন থেকে ওই আইন বাতিলের দাবি জানিয়ে আগামী বুধবার হরতালের ঘোষণা দেন বক্তারা। গত ১ আগস্ট মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধিত আইন প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইনটি সংবিধান পরিপন্থী উল্লেখ করে বাঙালি সংগঠনগুলো পার্বত্য তিন জেলায় দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে।

আরও পড়ুন

সর্বশেষ