শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনছোলা-চিনির মতো কাপড়ের পাইকারি রশিদ দোকানে রাখতে হবে

ছোলা-চিনির মতো কাপড়ের পাইকারি রশিদ দোকানে রাখতে হবে

ছোলা-চিনির মতো কাপড় কেনার পাইকারি রশিদও দোকানে রাখতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। ১৪ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপড়ের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে মার্কেট সমিতির সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, হয়রানি করার জন্য নয়, আপনাদের মেসেজ দেওয়ার জন্য ডেকেছি।  অধিক মুনাফা করলে বাজার মনিটরিং টিম অভিযান চালাবে। মীর গ্রুপের মতো কাউকে হাতকড়া পরাতে চাই না। ছোলা, চিনি, সবজির বাজার নিয়ন্ত্রণের দাবি করে তিনি বলেন, বাজার মনিটরিং ও কঠোর অবস্থান না নিলে ছোলার দাম ১২০-১৪০ টাকা হতো।  মিল থেকে ৪৬ টাকায় চিনি কিনে ৫৮ টাকা বিক্রি হচ্ছিল খাতুনগঞ্জে। এখন তারা ডিসি অফিস চেনে, ৫০ টাকায় চিনি বিক্রি করছে। কার কাছে কত চিনি বিক্রি করছে হিসাব দিয়ে যাচ্ছে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কাপড় বা জুতোয় অধিক মুনাফা করলে সানমার হোক বা যে মার্কেট হোক, মিমি হোক বা অন্য কোন বড় মার্কেট হোক অভিযান থেকে কেউ বাদ পড়বে না।

কাপড় ব্যবসায়ীদের ড্রিলিং লাইসেন্স গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ লাইসেন্স না নিলে জেল জরিমানা হবে। মাত্র তিনজন এ লাইসেন্স নিয়েছেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশীদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, ক্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি এসএম নাজের হোসাইন, বিপণি বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ছগীর, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খাইরুল ইসলাম ককসি, টেরিবাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল, দোকান মালিক সমিতির সালেহ আহমদ সোলেমান প্রমুখ বক্তব্য দেন। সভায় মিমি সুপার মার্কেট, সানমার ওশান সিটি, সেন্ট্রাল প্লাজাসহ অনেক মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্যাব নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ