শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি

সকাল থেকেই গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত যানবাহনের হাজার হাজার যাত্রী। সালানা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ২৬ মে ভোরে গাজীপুর শহরের কড্ডাবাজার এলাকায় একটি ১০ চাকার লরি মহাসড়কের উপর বিকল হয়ে পড়ে। ওই সময় থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বিকল হওয়া লরিটি রেকার দিয়ে সরানো হচ্ছে। তা সরে গেলেই স্বাভাবিক হবে যান চলাচল।

আরও পড়ুন

সর্বশেষ