শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদটপআমিই ডেমোক্রেট প্রার্থী হব: হিলারি

আমিই ডেমোক্রেট প্রার্থী হব: হিলারি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে ডেমোক্র্যাট দলের মনোনয়নপত্র তার হাতেই উঠবে। প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই দাবি করলেন প্রাক্তন ‘ফার্স্ট-লেডি’ হিলারি ক্লিনটন। একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমিই আমার দল থেকে প্রার্থী হব। সেটা সময়ের অপেক্ষা মাত্র। এর কোনো অন্যথা হবে না।’

সেই সঙ্গে প্রতিদ্বন্দী দল রিপাবলিকানের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘বিপজ্জনক’ বলে আক্রমণ করেন ক্লিনটন-জায়া। মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে মনোনয়ন পেতে গেলে হিলারি ক্লিনটনকে ২ হাজার ৩৮৩ জন ডেমোক্র্যাট ডেলিগেটসের সমর্থন আদায় করতে হবে। ইতিমধ্যে তিনি দুই হাজার ২৯৩ জন ডেলিগেটসের সমর্থন পেয়ে গিয়েছেন। ট্রাম্প কি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন? এমন প্রশ্নের জবাবে হিলারি বলেন, ‘না, আমি কখনই তা মনে করি না।’

এদিকে, ফের ভোল বদলালেন ডোনাল্ড ট্রাম্প। কিছু দিন ধরে বিষোদ্গার করার পর ট্রাম্প দাবি করলেন, তিনি দেশের প্রেসিডেন্ট হলে চীন ‘ভালো বন্ধু’ হয়ে উঠবে মার্কিন যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার নিউ জার্সিতে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন বিতর্কিত এই ‘রিয়েল এস্টেট জায়ান্ট’।

আরও পড়ুন

সর্বশেষ