বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাঁশখালীতে পাঁচজনের মৃত্যু

রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাঁশখালীতে পাঁচজনের মৃত্যু

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  এদের মধ্যে খানখানাবাদ ইউনিয়নে ৪ জন এবং ছনুয়া ইউনিয়নে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন।

তিনি জানিয়েছেন, রোয়ানু আঘাত হানার পর বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের পানি ঢুকে গেছে খানখানাবাদ ও ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরে ঘরে পানি ঢুকে গেছে।  জোয়ারের পানিতে গবাদি পশু, আসবাবপত্র ভেসে গেছে।

ওসি জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে খানখানাবাদ ইউনিয়নে দুটি বাচ্চা, এক নারী ও এক বৃদ্ধসহ চারজনের মৃত্যু হয়েছে।  তবে তারা একই পরিবারের নন বলে ওসি জানান। এছাড়া ছনুয়া ইউনিয়নে জোয়ারের পানিতে ভেসে এক নারীর মৃত্যু হয়েছে বলে ওসি জানিয়েছেন।

২১ মে দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পরে ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম উপকূল ‍অতিক্রম করতে শুরু করে।  এসময় ঘূর্ণিঝড়ের একটানা গতিবেগ ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার।

আরও পড়ুন

সর্বশেষ