শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়রাবি শিক্ষক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, প্রতিবাদে স্তব্ধ রাবি

রাবি শিক্ষক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, প্রতিবাদে স্তব্ধ রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।  যদিও এর আগে শনি ও রোববারের জন্য এই কর্মসূচি তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়েছিল। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের অফিস রুম খোলা থাকলেও শ্রেণি কক্ষগুলো বন্ধ দেখা যায়। ক্যাম্পাসের ব্যস্ততম এলাকা ‘টুকিটাকি চত্বর’ প্রায় ফাঁকা। ক্যাম্পাসের ভিতরের রাস্তায় অন্য দিনের মতো রিকশা চলাচল চোখে পড়েনি।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল সোমবার পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি রয়েছে শিক্ষক সমিতির। এ কারণে এরই মধ্যে বেশ কয়েকটি বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে মানববন্ধন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হবে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শাহ্ আজম শান্তনু। তিনি বলেন, বারবার কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে? আমরা সরকারের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

শাহ্ আজম বলেন, ‘যদি দেশের আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। কিন্তু যখন দেখব সেটা আমাদের সহকর্মীর হত্যাকাণ্ডের বিচার করতে বিভিন্ন বাহানা করছে তখন আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করব।

এছাড়া শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ জানান, ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি বেলা ১১টার দিকে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল করবেন তারা। পরে বিকাল পাঁচটায় নগরীর সাহেববাজারের জিরো পয়েন্টে প্রতিবাদী সমাবেশ করা হবে। এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়ার শালবাগান এলাকায় বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 

আরও পড়ুন

সর্বশেষ