শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদটপইকুয়েডরে ফের ভূমিকম্প

ইকুয়েডরে ফের ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে ফের ভূমিকম্প আঘাত হানলো। এবার রিখটার স্কেলে যার মাত্রা ৬ দশমিক ১। ২০ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৩ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী কুইটোর থেকে ২০৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে যা ৪০ কিলোমিটার গভীরে। তার ঠিক ৭ মিনিট আগে ৪ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে দেশটির উপকূলে। রাজধানী থেকে যা ২২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল অবস্থান। রোববার থেকে একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কাঁপছে ইকুয়েডর। এখন পর্যন্ত এই দুর্যোগে দেশটিতে মৃত্যু হয়েছে পাঁচ শতাধিক মানুষের। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত দু’হাজার মানুষ।

আরও পড়ুন

সর্বশেষ