বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদটপসৌদি আরবের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে

সৌদি আরবের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে

সৌদি আরবের সব মোবাইল অপারেটরের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। স্থানীয় সময় ১৭ এপ্রিল সৌদি টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশন (সিআইটিসি) বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য প্রি-পেইড গ্রাহকদের ৪৫ দিন এবং পোস্ট পেইড গ্রাহকদের ৯০ দিন সময় বৃদ্ধি করেছে। এর আগে গ্রাহকদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য ১৪ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছিলো টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশন।

নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৪ জুনের মধ্যে প্রি-পেইড গ্রাহক এবং ২৮ জুলাইয়ের মধ্যে পোস্ট পেইড গ্রাহকদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের সব মোবাইল অপারেটরের গ্রাহকদেরকে ডাটা আপডেট এবং ফিঙ্গারপ্রিন্টের (বায়োমেট্রিক) আওতায় আনার জন্য দুই সপ্তাহের সময় বেধে দেয় টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশন (সিআইটিসি)। এ সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন না হওয়ায় নতুন করে সময় বাড়ানোর ঘোষণা দেয় সংস্থাটি।

আরও পড়ুন

সর্বশেষ