শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে কয়েকটি স্তরে নিরাপত্তা গ্রহণ

নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে কয়েকটি স্তরে নিরাপত্তা গ্রহণ

ডিএমপি কমিশনার আছাদুজ্জামন মিয়া বলেছেন, পহেলা বৈশাখ যেন নগরবাসী নির্বিঘ্নে উদযাপন করতে পারেন সেজন্য কয়েকটি স্তরে নিরাপত্তা গ্রহণসহ রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সিটি করপোরেশন, বিএনসিসি এবং বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।পহেলা বৈশাখের নিরাপত্তা বিষয়ে ১২ এপ্রিল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার। এ বছর নগরবাসীকে ফুল ও বাতাসা দিয়ে বরণ করে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

নিরাপত্তার বিষয়ে বিস্তারিত তুলে ধরে আছাদুজ্জামন মিয়া বলেন, মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষায়িত ‘সোয়াত টিম’ কাজ করবে। স্বাধীনতা হরণের উদ্দেশ্যে নয় বরং পহেলা বৈশাখ উদযাপনকে নির্বিঘ্ন করতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। ১৯টি ওয়াচ টাওয়ার দিয়ে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সে অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জামাল উদ্দীন, প্রক্টর এম আমজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপ-উপাচার্য বলেন, একটি হেলপ লাইন থাকবে, এখানে বিভিন্ন অভিযোগ নেওয়া হবে। সব ধরনের উন্মুক্ত অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ