শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগগাজীপুরে একটি বাসা থেকে ২৩টি বোমা‍ উদ্ধার

গাজীপুরে একটি বাসা থেকে ২৩টি বোমা‍ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ভোগরার পূর্ব পুকুরপাড় এলাকার একটি বাড়ি থেকে ২০টি হাত বোমা ও  ৩টি পেট্রোল বোমা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক ফরিদ উদ্দীন ও ম্যানেজার (তত্ত্বাবধায়ক) মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ০১ এপ্রিল ‍সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ফরিদ উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। ভোগরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বিয়ষটি নিশ্চিত করেন। তিনি জানান, ওই বাসায় অভিযান চালিয়ে ২০টি হাত বোমা ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। ওই সময় বাসার ম্যানেজার সোহেলকে আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য মদনপুরায়, তার বাবার নাম আবদুল হাওলাদার। এস আই জাকির হোসেন বলেন, সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে বাড়ির মালিক ফরিদ উদ্দীনকেও থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনয়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ