শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপিএইচপি বিজিসিসি অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ এর ‍পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিএইচপি বিজিসিসি অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ এর ‍পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিএইচপি ২৫ তম বিজিসিসি অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর ‍পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার রাতে ভাটিয়ারি গলফ অ্যান্ড কাউন্টি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. শফিকুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য দেন পিএইচি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মো. মহসিন, এম এম ইস্পাহানি লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর মীর্জা সালমান ইস্পাহানি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মো. শফিকুর রহমান বলেন, ‘পিএইচপি পরিবারকে আমি অনেক দিন ধরে চিনি-জানি।তাদের ব্যবসার মূল লক্ষ্য টাকা অর্জন নয়, তারা সামাজিক দায়বদ্ধতা পালন তাদের ব্যবসার অন্যতম লক্ষ্য। এ দায়িত্ব তারা পালন করে চলেছে।ক্রীড়াক্ষেত্রেও অবদান রেখে চলেছে।ভবিষ্যতেও তাদের এ ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। পিএইচ ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মো. মহসিন বলেন, ‘আমরা গত সাত বছর ধরে এই গলফ চ্যাম্পিয়নশিপে স্পন্সর করে আসছি।ইনশাআল্লাহ ভবিষ্যতেও  ক্রীড়াক্ষেত্রে আমাদের সহযোগিতা দিয়ে যাব। আলোচনা সভা শেষে পিএইচপি ২৫তম বিজিসিসি অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতেই মঞ্চে আসে ব্যান্ড দল সোলস।ব্যান্ডের ভোকাল পার্থ বড়ুয়া আর নাসিম আলির সুরের মুর্ছনায় মেতে উঠেন অনুষ্ঠানস্থলে উপস্থিত অতিথিরা। ১১ ও ১২ মার্চ দুই দিনব্যাপী এই গলফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এতে ১৫৩ জন প্রতিযোগিতা অংশ নেন। এদের মধ্যে  ১০জন নারী প্রতিযোগি।

আরও পড়ুন

সর্বশেষ