রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমেধা ও মনননের বিকাশের ক্ষেত্রকে শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষিত...

মেধা ও মনননের বিকাশের ক্ষেত্রকে শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষিত করতে হবে

jhawtolaবেসরকারী সেচ্ছাসেবী  সংস্থা মমতা কর্তৃক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায়  “ শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি  থেকে সুরক্ষা ” প্রকল্প বাস্তবায়ন করছে । এই কার্যক্রমের আওতায় মমতা শিশুদের মেধা ও বিকাশের ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে শারীরিক ও অবমাননাকর শাস্তি  মুক্ত শিশু কেন্দ্র পরিচালনা  করে আসছে । এরই ধারাবাহিকতায় ১৩ নং আমবাগান ঝাউতলা ওয়ার্ডের আওতাধীন বিহারী কলোনীতে  মমতা ঝাউতলা শিশুকেন্দ্রের কার্যক্রম শুরু করেছে । ১৩ নং ওয়ার্ডের সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির বয়োজেষ্ঠ সদস্য অবসরপ্রাপ্ত প্রাক্তন সরকারী কর্মকর্তা জনাব রবিউল হোসাইন ফিতা কাটার মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্ধোধন ঘোষনা করেন ।উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতার প্রধান নির্বাহী লায়ন আলহাজ্ব রফিক আহমেদ । প্রকল্পের মনিটরিং ও ডকোমেন্টেশন অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত উদ্ধোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের  ব্যাবস্থাপক কামরুন নাহার পারভীন । এতে আরো বক্তব্য রাখেন ঝাউতলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলাম মজুমদার , সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য মোহাম্মদ মাইন উদ্দিন ও জনাব অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা জনাব রবিউল হোসাইন । প্রদান অতিথির বক্তব্যে মমতার প্রধান নির্বাহী লায়ন আলহাজ্ব রফিক আহমেদ বলেন ; আজকের শিশুরা  আগামী দিনের দেশের চালিকা শক্তি হিসেবে কাজ করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে । তাদেরকে দেশের যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ,তাদের বেড়ে উঠা ও বিকাশের ক্ষেত্রকে শারীরিক ও অবমাননাকর শাস্তি  থেকে সুরক্ষিত করতে হবে  । যাতে তারা কোন রকম  শারীরিক ও অবমাননাকর শাস্তির কারনে তাদের মেধা ও মনননের জায়গা হতে বিচ্যুত না হয় । উক্ত অনুষ্ঠানে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক ,মমতা পিপিএইচপি প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

সর্বশেষ