শুক্রবার, মে ২৪, ২০২৪
প্রচ্ছদরাজনীতিফখরুল-মওদুদসহ ২৩ নেতাকর্মীর চার্জ শুনানি ৯ মার্চ

ফখরুল-মওদুদসহ ২৩ নেতাকর্মীর চার্জ শুনানি ৯ মার্চ

রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ০৯ মার্চ পুনর্নির্ধারণ করেছেন আদালত। ০৩ ফেব্রুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ শুনানি পেছাতে সময়ের আবেদন জানান। এ আবেদন মঞ্জুর করে আগামী ০৯ মার্চ শুনানির দিন পুনর্নির্ধারণ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত।

আসামিদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত হননি। ২০১৩ সালের ০২ মার্চ বিএনপি-জামায়াত জোটের হরতাল চলাকালে শাহজাহানপুর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি করেন। গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

আরও পড়ুন

সর্বশেষ