শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগঅলিম্পিয়া প্লাজার নির্মাণকাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. এনাম

অলিম্পিয়া প্লাজার নির্মাণকাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডা. এনাম

OLYMPIA PLAZA_SAVARবিশ্বমানের সকল সুযোগ-সুবিধা নিয়ে সাভারের আশুলিয়ায় নির্মিত হচ্ছে ১৬ তলা শপিং কমপ্লেক্স কাম কর্মাশিয়াল স্পেস অলিম্পিয়া প্লাজা। গত ২২ জানুয়ারি আশুলিয়ার পলাশবাড়ীতে ৪৬ কাঠা নিজস্ব জমির উপর নির্মিতব্য ভূমিকম্প সহনশীল এ ভবনটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মো.এনামুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মো. জামিল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল উদ্দিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা ইয়াসিন রেজা চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কূটনৈতিক, ব্যবসায়ি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন এ ভবন প্রসঙ্গে অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মো. জামিল উদ্দিন বলেন, অলিম্পিয়া প্লাজা নির্মাণে মানসম্মত ও বিশ্বমানের সকল ধরনের ফিটিংস ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, বদলে যাবে দৃশ্যপট, বদলে যাবে আশুলিয়া।  অলিম্পিয়া প্লাজা হবে সাভার এলাকার বর্তমান সময়ের সবচেয়ে বড় আধুনিক কমার্শিয়াল কমপ্লেক্স। গুনগত মান ঠিক রেখে যথাসময়ে এই কমপ্লেক্সাটি সাভরের জনগনের কাছে হস্থান্তর করতে অলিম্পিয়া হোল্ডিংস অঙ্গিকারাবদ্ধ। সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক নির্মাণশৈলীতেও বাংলাদেশ একটা সময় বিশ্বে রোল মডেল হয়ে দাড়াবে।

আরও পড়ুন

সর্বশেষ