শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়সংসদের নবম অধিবেশন বুধবার শুরু হচ্ছে

সংসদের নবম অধিবেশন বুধবার শুরু হচ্ছে

দশম জাতীয় সংসদের নবম অধিবেশন বুধবার থেকে শুরু হচ্ছে। এটি হচ্ছে সংসদের শীতকালীন এবং নতুন বছরের প্রথম অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক করা হবে। রেওয়াজ অনুযায়ী অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তার এই ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। ২১ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয়। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ৪ জানুয়ারি অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন শেষ হয় ২৩ নভেম্বর।সংসদ সচিবালয় সূত্র জানায়, বছরের প্রথম অধিবেশনকে সামনে রেখে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সংসদ ভবনে রাষ্ট্রপতির দফতরকে প্রস্তুত করা হয়েছে। সংসদ ভবন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রাষ্ট্রপতি সংসদের উত্তর প্লাজা দিয়ে প্রবেশ করবেন, যা ‘প্রেসিডেন্ট প্লাজা’ নামেও পরিচিত। ৬৫ হাজার বর্গফুটের ওই জায়গা মূলত রাষ্ট্রপতির প্রবেশের জন্য তৈরি করা। পুরো উত্তর প্লাজাজুড়ে সাজসজ্জার কাজ করা হয়েছে। রাষ্ট্রপতি সংসদে প্রবেশের সময় সশস্ত্র বাহিনীর একটি বাদ্যদল বিউগল বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানাবেন। উত্তর প্লাজার ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে তিনতলার বিশেষ লিফট পর্যন্ত বিছানো থাকবে লাল গালিচা। বিশেষ লিফটে করেই সংসদ ভবনে সাত তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন আবদুল হামিদ।

দশম জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় এই সংসদ ২০১৪ সালে বিএনপিকে ছাড়াই যাত্রা শুরু করে। অন্যান্য বছরের মতো এবারও বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হবে। গত বছর প্রথম অধিবেশনের মেয়াদ ছিল ৩৬ কার্যদিবস। বিগত অধিবেশনগুলোতে সরকার ও বিরোধী দলের সদস্যদের সরব উপস্থিতি ছিল। এবারও থাকবে বলে আশা করা হচ্ছে। অধিবেশনে উত্থাপনের জন্য সোমবার পর্যন্ত ১১টি বিলের নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতা বাড়াতে কয়েকটি বিল রয়েছে। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ, নৌবাহিনী সংক্রান্ত কয়েকটি বিল রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ