ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
মহাজোট সরকারের অন্যতম শরীক দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না আবার সরকার তত্ত্বাবধায়ক দিবে না, এ নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। সে কারণে আগামী সংসদ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এখনও ৪ মাস সময় আছে। তাই সমঝোতা হলে হতেও পারে বলে ক্ষীণ আশা প্রকাশ করেছেন।
শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর দর্শনা এলাকায় তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর শোচনীয় পরাজয় প্রমাণ করে দেশের মানুষ মহাজোটের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে তার দল মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না। জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে । সে জন্য ৩শ আসনে প্রার্থীর সন্ধান করা হচ্ছে। মহাজোট কবে ত্যাগ করবেন জানতে চাইলে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এখনও সময় হয়নি। তবে সময় হলেই মহাজোট ত্যাগ করা হবে।
এরশাদ শনিবার বিকালে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর মোটর শোভাযাত্রাসহ সন্ধ্যা ৬ টার দিকে তিনি রংপুর নগরীর দর্শনা এলাকায় অবস্থিত তার বাসভবন পল্লী নিবাসে আসেন। এ সময় দলীয় নেতা কর্মীরা বিপুলভাবে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা জাপার সভাপতি মশিয়ার রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু মহানগর জাপা সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী, রংপুর ২ আসনের জাপা এমপি আনিসুল ইসলাম মন্ডলসহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।