সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে গাড়িচাপায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামে গাড়িচাপায় পথচারীর মৃত্যু

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দু’নম্বর গেট এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক পথচারী পুরুষের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে দুর্ঘটনার শিকার ব্যক্তি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ওই ব্যক্তির শরীর প্রায় ছিন্নভিন্ন হয়ে যায়।

এ কারণে ওই পথচারীর পরিচয় জানা যাচ্ছেনা বলে তিনি জানান।

নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মো.আব্দুর রউফ বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর চালক ও সহকারীরা গাড়িটি ফেলে পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি আটক করেছে।

এছাড়া লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থাও পুলিশ করছে বলে তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ