শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩
প্রচ্ছদজাতীয়লন্ডনে তারেক-ফখরুলের বৈঠক

লন্ডনে তারেক-ফখরুলের বৈঠক

বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১৫ জুলাই লন্ডনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এটি হবে তার ২য় সাক্ষাত। লন্ডনে ১৬ জুলাই তারেক-ফখরুলের এই গুরুত্বপূর্ণ বৈঠক হবে।

দেশের রাজনীতি ও দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এসময় আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকের আলোকে তারেক রহমানের দেশে ফেরা ও আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়েও একটি চূড়ান্ত অবস্থান নিতে পারে দলটি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে সমন্বয়হীনতা, কেন্দ্র ও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সুসম্পর্কে অভাব, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় হলেও প্রচারাভিযানে ফখরুলের অনুপস্থিতি নিয়ে আলোচনা হবে।
এছাড়া লন্ডনে দলীয় নেতাকর্মীদের সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে।  সফরকালে হাউস অব লর্ডসে ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারেও তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফর শেষে ১৮ জুলাই তিনি দেশে ফিরবেন।

আরও পড়ুন

সর্বশেষ