শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদটপলেবার পার্টির মনোনয়ন চাইছেন টিউলিপ

লেবার পার্টির মনোনয়ন চাইছেন টিউলিপ

ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচনে অংশ নিতে বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ২০১৫ সালে অনুষ্ঠেয় এই সাধারণ নির্বাচনকে সামনে রেখে ১৪ জুলাই স্থানীয় প্রতিনিধিদের ভোটে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে প্রার্থী মনোনীত করা হবে। বিডিনিউজ।
এই আসনে লেবার পার্টির পক্ষ থেকে মনোনয়ন দৌড়ে ক্যামডেনের কাউন্সিলর টিউলিপের সঙ্গে আছেন আরও দুই প্রার্থী। তারা হলেন-ক্যামডেনের আরেক কাউন্সিলর স্যালি গিমসন ও হ্যাকনি বারার ডেপুটি মেয়র সোফি লিন্ডেন। বৃহস্পতিবার লন্ডনের ইভনিং স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, এই তিনজনের মধ্যে টিউলিপই এগিয়ে আছেন। ‘হ্যাম্পস্টেডে লেবার পার্টির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাগ্নি’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সাল থেকেই এ আসনে লেবার দলের হয়ে জয় পেয়ে আসছিলেন সাবেক অভিনেত্রী গ্লেন্ড জ্যাকসন। তিনি সম্প্রতি অবসরে যাওয়ার ঘোষণা দেওয়ায় নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে এবার।
ইভনিং স্ট্যান্ডার্ডকে টিউলিপ বলেছেন, স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ততাই তাকে পার্লামেন্ট নির্বাচনে লড়ার উত্সাহ জুগিয়েছে। ২০১০ সালে দলের নেতৃত্ব নির্বাচনে অ্যাড মিলিব্যান্ডের পক্ষে কাজ করার সুবাদে এবার মনোনয়ন পাওয়ার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী টিউলিপ। ২০১০ সালের মে মাসে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন টিউলিপ।
শফিক সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ লেবার পার্টির একজন সক্রিয় কর্মী। তিনি ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। কিংস কলেজ থেকে রাজনীতি ও সরকারি নীতি বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। সম্প্রতি ক্রিশ্চিয়ান পার্সি নামের এক ব্রিটিশ ব্যবস্থাপনা পরামর্শকের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। গত সপ্তাহে লন্ডনে তাদের বিবাহোত্তর সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন।

আরও পড়ুন

সর্বশেষ