বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়হঠাৎ কারাফটকে সাকার দুই ছেলে

হঠাৎ কারাফটকে সাকার দুই ছেলে

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ‘একটি বড় বিষয়ে সিদ্ধান্ত নিতে কথা বলতে চেয়েছেন’ বলে জানিয়েছেন তার দুই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফাইয়াজ কাদের চৌধুরী। শুক্রবার  রাত সাড়ে ৯টার দিকে সাকা চৌধুরীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে হঠাৎ দেখা করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তাদের সঙ্গে ছিলেন দুই আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী ও অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম।

তারা বলেন, ‘সকাল থেকে আমাদের আইনজীবীরা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে অপেক্ষা করেছিলেন এখানে (কারাফটকে)। তাদের কথা বলার অনুমতি দেওয়া হয়নি। বাবা একটি বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য কথা বলতে চেয়েছেন। আমরা সে সুযোগটি পেতে আবারও এসেছি। তবে কী সেই ‘বড় সিদ্ধান্ত’ সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি হুম্মাম ও ফাইয়াজ।  মিনিট দশেক কারাফটকে অপেক্ষার পর কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় ফিরে যান সাকা চৌধুরীর ছেলে ও আইনজীবীরা। অবশ্য, শনিবার তারা আবারও সাক্ষাৎ করার আশায় আসবেন বলে জানান।

আরও পড়ুন

সর্বশেষ