শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েপরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছেন মুজাহিদ ও সাকা চৌধুরী

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছেন মুজাহিদ ও সাকা চৌধুরী

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা দেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও  সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার পর তাদের মৃত্যুদণ্ডের রিভিউ আবেদনের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পড়ে শোনানো হলে এ কথা জানান তারা। ৮টা ৪৫ মিনিটে রায় দু’টির কপি পৌঁছে কারাফটকে। রায়ের কপি গ্রহণ করেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে তা পাঠানো হয় ভেতরে। এরপরই দু’জনকেই কপি পড়ে শোনানো হয়।

এরপর দু’জনের কাছেই ক্ষমা চাইবেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে আইনজীবীর সঙ্গে কথা বলতে চান উভয় আসামি। কিন্তু আদালতের প্রতিনিধিরা তাদের জানান, এ পর্যায়ে কেউই আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন না। তখন দু’জনই নিজ নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আবারও দেখা করতে চান।

আরও পড়ুন

সর্বশেষ