বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি আন্তরিক ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি আন্তরিক ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি আন্তরিক ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্টে ফোরামের সভায় তিনি এ আহ্বান জানান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। ২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশ পরিণত হবো এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্ব থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা আবশ্যক বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ