শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল কারাগারে

রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল কারাগারে

শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার  বেলা সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানোর নির্দেশনার পর এসি প্রসিকিউশন আব্দুল আহাদ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানাম‍ূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকাল ১০ট‍া ৫৫ মিনিটে তাকে আদালতে হাজির করেন সিলেট কোতোয়ালি থানা পুলিশ।

১৫ অক্টোবর ঢাকা থেকে রাত ১০টার দিকে সিলেটে নিয়ে আসার পর তাকে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রাখা হয়। রাতে কামরুলকে সিলেটে নিয়ে আসার পর সংবাদ সম্মেলন করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার কামরুল আহসান। তিনে বলেন, আইনি বাধ্যবাধকতা মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে হাজির করা হবে। তবে তিনি কোনো সময় উল্লেখ করেননি। অন্য আসামিদের মতো কামরুলেরও ১৬৪ জবানবন্দি নেওয়া হবে কিনা?- সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার কোনো প্রয়োজন পড়বে না। কামরুলের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তা তামিল হবে ও সেভাবেই তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া রাজন হত্যা মামলায় পুলিশ দ্রুত চার্জশিট দিয়েছে। বিচারও চলছে দ্রুততার সঙ্গে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কামরুলের বিচার আদালতে সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ