বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতিএমপি বদির দুর্নীতি মামলা চলবে

এমপি বদির দুর্নীতি মামলা চলবে

জ্ঞাত আয়বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে মামলাটির বিচার চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আব্দুর রহমান বদির পক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রবীর হালদার। কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের করা মামলাটির বিচার কার্যক্রম চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদারের আদালতে। গত ৮ সেপ্টেম্বর আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। গত ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভুত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখিয়েছেন তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ