বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদরাজনীতিআ'লীগ সরকার ‘জুজুর’ শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন মঈন খান

আ’লীগ সরকার ‘জুজুর’ শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন মঈন খান

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ‘জুজুর’ শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কক্সবাজারের রামুতে বৌদ্ধ পল্লীতে হামলার তিনবছর উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট এ বৈঠকের আয়োজন করে।

‌ড. মঈন খান বলেন, ‘পশ্চিমা বিশ্বকে জুজুর (কল্পিত অশরীরী) ভয় দেখিয়ে আওয়ামী লীগ সরকার অনেক কিছু লুটে নিয়েছে।’ সরকার পশ্চিমা বিশ্বের কাছে মৌলাবাদের কথা বলে যে খাল কেটেছে সেখানেই তারা ডুবেছে। তার প্রমাণ পেয়ে গেছে, গতকাল (সোমবার ২৮ সেপ্টেম্বর) রাতে নিরপরাধ বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে,’ অভিযোগ করেন তিনি।

রামুর ঘটনা প্রসঙ্গে ড. মঈন খান বলেন, ‘রামর হামলার ঘটনা তথ্য প্রমাণসহ অল্প সময়ে আমরা জনসম্মুখে প্রকাশ করেছি। সে তদন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী,  প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সহ ধর্মীয় সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বৌদ্ধ ফ্রন্টের উপদেষ্টা সুশীল বড়ুয়া, সনদ কুমার তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

সর্বশেষ