ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সংবিধান বিশেষজ্ঞ বিশিষ্ট আইনজীবী ড. এম জহির মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। ড. এম জহির আর নেই।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন ড. এম জহির আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৭৪ বছর। শুক্রবার সকাল সাড়ে ১০টায় তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা।
ড. এম জহিরের সহকারী ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী ও তামজিদা মিলা সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ড. এম জহির অস্থিমজ্জার ক্যান্সারে ভুগছিলেন। গত ২৭ জুন তাকে ঢাকা থেকে ব্যাংকক নেওয়া হয়।
প্রবীণ এই আইনজীবীর মৃতু্র খবরে আদালতপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।