মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসার্কিট বেঞ্চ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার বিষয় নয়

সার্কিট বেঞ্চ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার বিষয় নয়

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত নেবেন না বলে আবারও জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগে চট্টগ্রামে যে সার্কিট বেঞ্চটি ছিল সেটি তৎকালীন সরকার ‘হুজুগে’ স্থাপন করেছিল বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার ‘হাইকোর্টে সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’র সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, চট্টগ্রামে সার্কিট বেঞ্চের বিষয়টি তাৎক্ষণিকভাবে কোন সিদ্ধান্ত নেয়ার বিষয় নয়। এখানে মর্যাদার বিষয় আছে, সংবিধান, মামলার সংখ্যা সবকিছু বিবেচনায় নিতে হবে। সব বিষয় বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। ‘তখন সরকার হুজুগে সার্কিট বেঞ্চ বানিয়েছিল। পরে দেখা গেছে সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে। সেগুলে‍া জুয়া খেল‍ার মত হয়ে গিয়েছিল।’ বলেন সিনহা। তিনি বলেন, বিচারকদের তখন মেসে থাকতে হত। তাদের আবাসনের ব্যবস্থা নেই। আইনজীবীদের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এ সভায় পরিষদের সভাপতি ও জেল‍া পিপি অ্যাডভোকেট আবুল হাশেমও বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ