৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুর্নমূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
আজ বুধবার বিকেলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত জানানো হয়।
প্রিলিমিনারিতেই কোটা পদ্ধতি অনুসরণ করে ফল প্রকাশ করায় মেধাবী অনেকে শুরুতেই বাদ পড়েছে বলে অভিযোগ বিক্ষুব্ধদের। আগে চূড়ান্ত পরীক্ষার সময়ই কোটা অনুসরণ করে ফল প্রকাশ হতো।
দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুস সোবহান সিকদার জানান, সরকারের পক্ষ থেকে প্রিলিমিনারিতে কোটা সংরক্ষণের কোনো নির্দেশনা দেয়া হয়নি।