শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদরাজনীতিএই মুহূর্তে দেশে কোনো বিরোধী দল নেই বলে মন্তব্য করেছেন এরশাদ

এই মুহূর্তে দেশে কোনো বিরোধী দল নেই বলে মন্তব্য করেছেন এরশাদ

এই মুহূর্তে দেশে কোনো বিরোধী দল নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার  সকালে রংপুরে নিজ বাড়ি ‘পল্লী নিবাসে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। কারণ এই মুহূর্তে নির্বাচন দাবি করার মতো কেউ নেই। এরশাদ বলেন, দেশে আইনের শাসন না থাকার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যার যা খুশি তাই করছে। যাকে খুশি মারছে। আমাদের নাগরিক জীবন বিপদগ্রস্ত হয়ে পড়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পাঁচ বছর পরই সরকার নির্বাচন দেবে। মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। কারণ মাঠে কোনো অপজিশন নেই। দেশে আইনের শাসনের অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে উল্লেখ করে এর জন্য বর্তমান সরকারের ব্যর্থতাকেও দায়ী করেন এরশাদ। মন্ত্রিসভা থেকে জাপা সদস্যদের বেরিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, তাদের বেড়িয়ে আসতে সময় লাগবে।

আরও পড়ুন

সর্বশেষ