মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েহবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উমর আলী (৪০) নামে এক সৌদিআরব প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বনগাঁও বটতলা এলাকায় চুনারুঘাট-বাল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে চুনারুঘাট উপজেলার দুধপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামকে (৫৫) গুরুতর আহত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। আহত অন্যরা হলেন- মোটরসাইকেল যাত্রী চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ (৪০), কনস্টেবল প্রসেনজিৎ (২৫), অটোরিকশা যাত্রী চুনারুঘাট উপজেলার জুরিয়া বড়বাড়ীর তৈয়ব আলী (৪০) ও একই উপজেলার ছনখলা গ্রামের সোহেল মিয়া (২৬)। তাদের চুনারুঘাট সেবা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে। নিহত প্রবাসী উমর আলী চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, রাতে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ কনস্টেবল প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে চুনারুঘাট-বাল্লা সড়কে মোটরসাইকেলে আসামপাড়া যাচ্ছিলেন। পথে বনগাঁও বটতলা এলাকায় আসামপাড়া থেকে চুনারুঘাটগামী অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রবাসী উমর আলীর (৪০) মৃত্যু হয়।

এ সময় পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা সদরের সেবা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আহত শিক্ষক তাজুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ