রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদরাজনীতিজিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম মুলতবির আবেদন...

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম মুলতবির আবেদন খালেদার

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম মুলতবিতে ৬/৭ সপ্তাহের সময়ের আবেদন জানিয়েছেন মামলা দু’টির প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মামলা দু’টির শুনানিতে সোমবার আদালতে যাননি খালেদা। তার আইনজীবীরা মামলার কার্যক্রম মুলতবির আবেদনে উল্লেখ করেছেন, চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছেন খালেদা জিয়া। স্বাস্থ্যগত কারণে আদালতে আসতেও পারেননি তিনি। তাই ৬/৭ সপ্তাহের সময় প্রয়োজন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। দুই মামলায়ই এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন বাদী ও প্রথম দুদকের উপ-পরিচালক সাক্ষী হারুন-অর রশিদ। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে আসামি খালেদা জিয়া ও জিয়াউল হক মুন্নার পক্ষে জেরা করেছেন তাদের আইনজীবীরা। সোমবার বাকি আসামিদের পক্ষে জেরার দিন ধার্য রয়েছে। একইসঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলারও বাদী ও প্রথম সাক্ষী হারুন-অর রশিদের জেরাও হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ