রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়নিঃশর্ত ক্ষমা চেয়ে দণ্ড থেকে রেহাই পেলেন ডা. জাফরুল্লাহ

নিঃশর্ত ক্ষমা চেয়ে দণ্ড থেকে রেহাই পেলেন ডা. জাফরুল্লাহ

অবশেষে আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়ে ট্রাইব্যুনালের দেওয়া আদালত অবমাননার দণ্ড থেকে রেহাই পেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে ভবিষ্যতে বিচার বিভাগ সম্পর্কে কথাবার্তা বলার ক্ষেত্রে তাকে সতর্ক করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সকালে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ তার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের দেওয়া জরিমানার দণ্ড বাতিল করে এ আদেশ দেন। আদালতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন জমা দেন তার আইনজীবী আব্দুর রেজাক খান। তিনি সাংবাদিকদের জানান, আদালত আবেদনটি গ্রহণ করে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড বাতিল করে দিয়েছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১০ জুন ডা. জাফরুল্লাহকে এক ঘণ্টার কারাদণ্ড (এজলাসকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা) এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ডের সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় আদালত অবমাননার দায়ে এ সাজা হয় তার। এর মধ্যে অনেক নাটকীয়তার পর এক ঘণ্টার কারাদণ্ড ভোগ করলেও জরিমানার আদেশ বাতিলে আপিল বিভাগে আবেদন করেন তিনি। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে গত ১৬ জুন চেম্বার জজ আদালতে আবেদন করেন জাফরুল্লাহ চৌধুরী। আবেদনটি গ্রহণ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়ে জরিমানার আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ