শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঘনচিনির আলামত তিনটি সংস্থার মাধ্যমে পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত

ঘনচিনির আলামত তিনটি সংস্থার মাধ্যমে পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত

আমদানির পর চট্টগ্রাম বন্দরে আটক ঘনচিনির আলামত তিনটি সরকারি সংস্থার মাধ্যমে রাসায়নিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।  সংস্থাগুলো হচ্ছে, সিআইডি, বিসিএসআইআর এবং পরমাণু শক্তি কেন্দ্র। সোমবার  চট্টগ্রাম মহানগর হাকিম মো.ফরিদ আলম এ আদেশ দিয়েছেন। চট্টগ্রাম মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখার বন্দর থানার এস আই মো.আজহারুল বলেন, আদালতের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা ঘনচিনির আলামত সংগ্রহ করেছেন।  সোমবার সেগুলো আদালতের সামনে উপস্থাপনের পর সিআইডি, বিসিএসআইআর এবং পরমাণু শক্তি কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।

১২ জুলাই চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার কেজি আমদানি নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লেমেট) জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদফতর। ১৩ জুলাই বিকাল সাড়ে তিনটায় রাজধানীর বাবুবাজার থেকে আমদানিকারক প্রতিষ্ঠানটির মালিক মো. ওমর ফারুককে আটক করা হয়। পরে বন্দর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।  এরপর আদালতের নির্দেশে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ