বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদরাজনীতিবিএনপিতে এলডিপি ও বিকল্পধারা একীভূত হচ্ছে

বিএনপিতে এলডিপি ও বিকল্পধারা একীভূত হচ্ছে

সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ এবং কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে বিএনপিতে একীভূত করার বিষয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করতে যাওয়া বিএনপি নেতাদের সূত্রে এ তথ্য জানা গেছে। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, দলের শক্তি কী করে আরও বৃদ্ধি করা যায়; তা নিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া বিকল্পধারা ও এলডিপির বিষয় নিয়েও কথা হয়েছে। তবে খালেদা জিয়া এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। এখন আলাপ-আলোচনা করে খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।ঈদের পর নিজের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাত সাড়ে ৮টায় আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন পর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন আত্মগোপনে থাকা আলোচিত দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। তার বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে। সম্প্রতি তিনি এসব মামলায় একদিনে জামিন পান। অবশ্য সরকারপক্ষ এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করেছেন।  জানা গেছে, এ সংক্রান্ত বিষয় নিয়ে তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সানাউল্লাহ মিয়ার সঙ্গে কথা বলেন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। ঈদের আগে খালেদা জিয়া সর্বশেষ ৬ জুলাই দলের সিনিয়র নেতাদের সঙ্গে তার অফিসে শেষ বৈঠক করেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ