শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়১৫৫ বাংলাদেশিকে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেছে মায়ানমার

১৫৫ বাংলাদেশিকে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেছে মায়ানমার

বঙ্গোপসাগরের মায়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে মায়ানমার ইমিগ্রেশন বিভাগ।  বুধবার সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের মায়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় এলাকায় মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বিজিবির পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেওয়া হয়। দুপুর ১টার দিকে বাংলাদেশের ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সেতু দিয়ে পর্যায়ক্রমে ১৫৫ জনকে নিয়ে আসা হচ্ছে বলে বিজিবি কর্মকর্তারা। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম। বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এই ১৫৫ জনকে যথাযথ প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, ২১ মে মায়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ২০৮ জনকে উদ্ধার করে মায়ানমার। যাচাই-বাছাই শেষে এদের মধ্যে বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন ও ৩৭ জনকে ১৯ জুন ফেরত আনা হয়। ২৯ মে মায়ানমারের জলসীমা থেকে দেশটির নৌ-বাহিনী আরো ৭২৭ জনকে উদ্ধার করে। এদের মধ্য থেকে শনাক্ত হওয়া আরো ১৫৫ বাংলাদেশিকে বুধবার ফেরত দিল মায়ানমার।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ