শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে এক সংস্থায় রূপান্তর করা হবে

বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে এক সংস্থায় রূপান্তর করা হবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দুটো আলাদা সংস্থা হিসেবে কাজ করলেও ভবিষ্যতে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে এক সংস্থায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার‌্যালয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ(প্রাইভেটাইজেশন) কমিশনকে দুটোকে আমরা এক করে দেবো ভবিষ্যতে। এরইমধ্যে এ ব্যাপারে মোটামুটি পেপার আমাদের তৈরি। শুধু কার‌্যকর করাটাই এখনো হয় নাই; তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিৎ বলে আমি মনে করি। এতে বিনিয়োগ ও শিল্পায়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, আমরা মনে করি প্রাইভেটাইজেশনের মত সম্পত্তি এখন আর নেই। আমরা আমাদের সম্পত্তি দেশেরই বিনিয়োগের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এগুলি বিক্রি না করে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যায় সেদিকে আমরা দৃষ্টি দিতে চাচ্ছি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ