বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদরাজনীতিবিএনপির চার নেতার জামিন স্থগিতাদেশ চেয়ে আবেদনের শুনানি ২৭ জুলাই

বিএনপির চার নেতার জামিন স্থগিতাদেশ চেয়ে আবেদনের শুনানি ২৭ জুলাই

নাশকতার ৫৬ মামলায় বিএনপির চার নেতাকে দেওয়া হাইকোর্টের জামিনের স্থগিতাদেশ চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার জজ আদালত। মামলা গুলোর মধ্যে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নয়টি, তরিকুল ইসলামের চারটি, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর একটি ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের ৪২টি।

মঙ্গলবার সৈয়দ মাহমুদ হোসেনের অবকাশকালীন চেম্বার বেঞ্চ আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিলেও স্থগিতাদেশ দেননি। আগামী ২৭ জুলাই প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। ‍গত ৯ জুলাই পৃথক পৃথক আবেদনের প্রেক্ষিতে ওই চার নেতাকে চার সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ১৪ জুলাই এ জামিনের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। সরকার পতনের লক্ষ্যে গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত বিরোধী জোটের আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ