রবিবার, মে ২৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতিনাইকো দুর্নীতি মামলায় খালেদাকে আত্মসমর্পণের নির্দেশ

নাইকো দুর্নীতি মামলায় খালেদাকে আত্মসমর্পণের নির্দেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম চলবে বিচারিক আদালতে। মামলাটি বাতিলে খালেদার রিট আবেদন ও এ সংক্রান্ত রুল খারিজ এবং বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছে খালেদাকে। তবে তার জামিনের বিষয়টি বিবেচনায় নিতে নিম্ন আদালতকে বলেছেন উচ্চ আদালত। নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা বাতিলের আবেদন জানিয়ে রিট করেছিলেন খালেদা জিয়া। এ রিট আবেদনের প্রেক্ষিতে নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করেছিলেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে রুলের চূড়ান্ত রায়ে মামলাটি চলবে বলে আদেশ দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ।

দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান জানান, এর ফলে এ মামলাটির কার্যক্রম চলতে আর কোনো বাধা রইলো না। তিনি বলেন, ফৌজদারি মামলায় রিট আবেদন চলে না। এক্ষেত্রে ফৌজদারি আবেদন করতে হয়। অথচ তারা রিট আবেদন করেছিলেন। এসব বিবেচনায় আদালত রিট-রুল খারিজ এবং মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন। তিনি জানান, সেলিম ভূঁইয়া নামক এ মামলার একজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে স্বীকার করেছেন যে, নাইকোর বিষয়ে তিন কোটি টাকার ঘুষ আদান-প্রদান হয়েছিল। এ রায়ের ফলে নাইকো দুর্নীতি মামলা করতে দুদকের অনুমোদন সঠিক ছিল বলে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন খুরশিদ আলম খান। খালেদার সঙ্গে আলাপ করে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হবে বলে জানান তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, একই বিষয়ে একই ধরনের দু’টি মামলা করা হয়েছিল। একটি বর্তমান প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) বিরুদ্ধে আর অন্যটি সাবেক প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া)। শেখ হাসিনার মামলাটি খারিজ করে দিয়ে খালেদা জিয়ার মামলা চলবে বলে হাইকোর্ট রায় দেওয়ায় আমরা সংক্ষুব্ধ। এর আগে গত ২৮ মে রুলের শুনানি শেষ হলে যেকোনো দিন রায় দেওয়া হবে বলে জানিয়ে অপেক্ষমান (সিএভি) রাখেন হাইকোর্ট।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ