বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়থাইল্যান্ডের উপকূলে জাহাজডুবি এখনো খোঁজ মেলেনি ছয় নাবিকের

থাইল্যান্ডের উপকূলে জাহাজডুবি এখনো খোঁজ মেলেনি ছয় নাবিকের

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

থাইল্যান্ডের ফুকেট উপকূলে বাংলাদেশি জাহাজ এমভি হোপের ছয় নাবিক এখনো নিখোঁজ রয়েছে। জাহাজটির মালিকপক্ষের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের জানান, আরো ছয়জন নিখোঁজ রয়েছেন।নিখোঁজ নাবিকদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এ পর্যন্ত নয় নাবিককে জীবিত এবং দুই নাবিককে মৃত উদ্ধার করা হয়েছে। মৃত দুজনের পরিচয় জানা গেছে। মৃত দুজন হলেন এমভি হোপের চিফ অফিসার মাহবুব মোরশেদ এবং চিফ ইঞ্জিনিয়ার কাজী সাইফুদ্দিন। মাহবুবের বাড়ি চট্টগ্রামে এবং সাইফুদ্দিনের বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

বৃহস্পতিবার জাহাজটির ছয় নাবিককে উদ্ধার করা হলেও ক্যাপ্টেনসহ ১১ জন নিখোঁজ থাকেন, যাদের খোঁজে শুক্রবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করে থাই নৌবাহিনী।

উল্লেখ্য, ১৭ জন আরোহী নিয়ে মালবাহী জাহাজ ‘এমভি হোপ’ বৃহস্পতিবার ভোরে ফুকেট উপকূলে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে কাত হয়ে যায়। জীবন বাঁচাতে জাহাজ ছেড়ে লাইফ বোটে চড়ে সাগরে নামেন আরোহীরা।

আরও পড়ুন

সর্বশেষ