বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদজাতীয়বিমান থেকে ২৫ কেজি সোনা উদ্ধার

বিমান থেকে ২৫ কেজি সোনা উদ্ধার

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের পর একটি বিমান থেকে ২৫ কেজির বেশি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমসের সহকারি কমিশনার শেখ গোলাম মোস্তফা কামাল জানান, কুয়েত থেকে আসা বিজি-০৪৪ ফ্লাইটটি আজ শনিবার বেলা সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরবর্তীতে গোপন সংবাদে বিমানের ১৬-আলফা সিট থেকে ২১৭ পিস সোনার বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ২৫ কেজি ৩১০ গ্রাম।
সোনার বারগুলো কালো কাপড়ে মোড়ানো ছিল। উদ্ধারকৃত এই স্বর্ণের দাম প্রায় ৯ কোটি টাকা।
১৬-আলফা সিটের যাত্রীকে সনাক্তের প্রক্রিয়া চলছে- জানিয়ে কাস্টমসের এই সহকারি কমিশনার আরও জানান, ধারণা করা হচ্ছে- বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষের তৎপরতা দেখে ওই যাত্রী সিটে মাল রেখেই পালিয়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ