রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননিজের জানাযায় সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি চান আ জ ম নাছির

নিজের জানাযায় সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি চান আ জ ম নাছির

মৃত্যুর পর নিজের নামাজে জানাজায় সবচেয়ে বেশি মানুষের উপস্থিতির ইচ্ছের কথা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। রোববার নগরীর সামাজিক কেন্দ্র হল টোয়েন্টিফোরে এক সংবর্ধনা সভায় এমন আকাঙ্খার কথা জানান মেয়র।  মৃত্যুর আগে এমন আকাঙ্খার কথা শুনে আলোড়িত হন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।  বিস্মিত হন সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বসা তার সহধর্মীনিও। সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে ব্রাদার্স ইউনিয়ন।  যে ক্রীড়া সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি আ জ ম নাছির উদ্দিন।  সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় আধঘণ্টা বক্তব্য রাখেন তিনি।  এসময় তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নগরীকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত গড়তে নানা পরিকল্পনার কথা বলেন। বক্তব্যের শেষ পর্যায়ে এসে হাসিমুখে নবনির্বাচিত মেয়র বলেন,‘আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই।  মহান রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, বলতে পারেন ব্যক্তিগত আকাঙ্খাও।  মৃত্যুর পর আমার জানাযায় এত লোকের সমাগম হবে, সমসাময়িকের মধ্যে এত বড় জানাযা আর হয়নি।’

তিনি বলেন,‘আমি অনেকগুলো পদে দায়িত্বপালন করে চড়াই-উৎরাই পার হয়ে আজকে এ পর্যায়ে এসেছি।  আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমি আরও বিনয়ী হই।  আমার মধ্যে যেন অহং বোধ কাজ না করে।  মেয়র হওয়ার পর আপনারা কি আমার আচরণে কোন পার্থক্য লক্ষ্য করেছেন? আমি মনে করি আপনারা তা করেননি। আমি আমৃত্যু এমনি থাকতে চাই।’ ক্রীড়াঙ্গনের উন্নয়নে নগরীর মাঠ সংরক্ষণ ও বাকলিয়া মাঠকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে পরিণত করার ইচ্ছের কথাও জানান মেয়র।  সন্ত্রাস ও মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে নগরীবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন,‘আ জ ম নাছির রাজনীতিতে সফল।  ক্রীড়াঙ্গনেও সফল। আমার দৃঢ় বিশ্বাস তিনি মেয়র হিসেবেও সফল হবেন।  কিন্তু তিনি একা চাইলে নগরীকে তিলোত্তমা বানাতে পারবেন না।  নান্দনিক নগরী গড়তে পারবেন না।  নগরবাসীকে সহযোগিতা করতে হবে।  আশা করছি নগরবাসীর সে সহযোগিতা তিনি পাবেন।’ ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহবুবুল আলম বলেন,‘আ জ ম নাছির ১৯৮৫ সালে ব্রাদার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেছেন।  এরপর তিনি বিভিন্ন পদে দায়িত্বপালনকালে এ সংগঠনকে চট্টগ্রামে সুপরিচিত করেছেন।  শারজাহতে পিসিএল টুর্নামেন্ট আয়োজন করে বিশ্বে সারা বাংলাদেশকে পরিচিত করেছেন। তিনি বলেন,‘অতীতে তিনি যে সফলতা দেখিয়েছেন মেয়র হিসেবেও তিনি সফল হবেন।  সে বিশ্বাস আমার আছে।  কিন্তু এতদিন যে দায়িত্বপালন করেছেন তার সঙ্গে মেয়রের দায়িত্বের একটু ভিন্নতা আছে।  ইতিমধ্যে তিনি বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করতে পেরেছেন। আশা করছি উনার মাধ্যমে জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস, অতিরিক্ত যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, লিবার্টি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস, প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম মামুন ও আরএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।  অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এস আই টুটুল ও হৈমন্তী রক্ষিত মান।

আরও পড়ুন

সর্বশেষ