শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগজাতীয় স্মৃতিসৌধে মোদির বিনম্র শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে মোদির বিনম্র শ্রদ্ধা

১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দ‍ামোদর দাস মোদি। শনিবার সকাল সোয়া ১১টায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। স্মৃতিসৌধে ভারতীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাভারের সাংসদ ডা. এনামুর রহমান, সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, ঢাকার ডিসি মো. তোফাজ্জল হোসেন মিয়া, ঢাকার এসপি হাবিবুর রহমান। এ সময় ২৪ সদস্যদের প্রতিনিধি দল ছাড়াও মোদির সঙ্গে ছিলো গণমাধ্যমের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট ‘রাজদূত’-এ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছালে ফুলেল শুভেচ্ছায় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ