ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনায় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
শনিবার বিকেলে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, গাজীপুরের ২৪৩ ও ২৬৩ নম্বর ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করে। তারা ভোট গণনায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, সরকারের পেটুয়াবাহিনী হিসেবে পুলিশ কোনো ভূমিকা রাখার এবং প্রকৃত ফলাফল পাল্টে ফেলার আশঙ্কা রয়েছে।
নির্বাচন কমিশন এবং তাদের স্থানীয় প্রতিনিধিদের কাছে রিজভী দাবি জানান, নির্বাচনের ফলাফলে সরকারি কোনো বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী যাতে প্রভাব বিস্তার করতে না পারে।