বুধবার, নভেম্বর ৬, ২০২৪
প্রচ্ছদটপগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা চলছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা চলছে

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

শান্তিপূর্ণভাবে শেষ হলো গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। বঙ্গতাজ কমিউনিটি সেন্টার কাম অডিটোরিয়ামে এ নির্বাচনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ ৮টা থেকে শুরু হলেও সকাল ৭টা থেকেই কেন্দ্রগুলোতে দেখা যায় ভোটারদের লম্বা লাইন। নবগঠিত এ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪শ’ ৫৬ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১শ’ ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৯ শত ৩৯ জন।

গাজীপুরের ৩শ’ ৯২টি ভোটকেন্দ্রে প্রায় ৮ হাজার কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করছেন। আর র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ১১ হাজার সদস্য রয়েছেন নিরাপত্তার দায়িত্বে।

এ বছরের ৭ জানুয়ারি গঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন। তফসিল ঘোষণা করা হয় গত ২২ মে।

আরও পড়ুন

সর্বশেষ