রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ আটক ১

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামসহ একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র‌্যাব)। তার নাম রাশেদুল হক ওরফে রাহাত (২২)। শনিবার দুপুরে নগরীর বাকলিয়া থানার চাক্তাই ও পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-৭ এর সহকারি পরিচালক আমিরুল্লা জানান,‘একটি চক্র নগরীর বিভিন্ন এলাকায় সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিআইপি ব্যবসা চালিয়ে আসছিল।  গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দুইটি স্থানে অভিযান চালিয়ে প্রায় এগার লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে।’

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে- চ্যানেল ব্যাংক তিনটি, জিএসএম এন্টেনা ২৪টি, বাংলালায়ন মডেম ১১টি, এসডিসিএল মডেম একটি, ওয়ারলেস মডেম একটি, গেইটওয়ে রাউটার তিনটি, সুইচ আটটি, ল্যাপটপ তিনটি, ৩২ পোর্টের সিম বক্স একটি, আইপিএস চারটি, ভোল্টেজ স্টাবিলাইজার একটি, কি বোর্ড একটি, ইউপিএস একটি, ব্যাটারি একটি, বিভিন্ন ধরনের ক্যাবল ও চার্জারসহ বিভিন্ন মোবাইল কোম্পানির তিন হাজার ৫৫৪টি সিমকার্ড। আটক মো. রাশেদুল হক বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডি গ্রামের মো. এখলাছ মিয়ার ছেলে।  তাকে ভিওআইপি সরঞ্জামসহ বাকলিয়া থানার চাক্তাই এলাকার হাজি সুবহান মোহাম্মদ ভবনের ৩য় তলা থেকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ