বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদখেলার সময়বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন: সভাপতি পদপ্রার্থী হচ্ছেন সাবের চৌধুরী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন: সভাপতি পদপ্রার্থী হচ্ছেন সাবের চৌধুরী

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)এর নির্বাচন নিয়ে মাঠ এখন সরগরম। যদিও বিসিবির নির্বাচনের তারিখই ঘোষণা করা হয়নি। তারপরও মাঠে নেমেছেন সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণযুগের এই কারিগর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে নির্বাচন করবেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সংসদ সদস্য দলের হাইকমান্ডের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে। মুখোমুখি অবস্থান নিয়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ও বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। দু’জনই সরকার দলীয় এমপি। আবাহনীর এ দুই সংগঠকের নির্বাচনী যুদ্ধ দেখতে উদগ্রীব ক্রীড়ামোদীরা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিসিবির দায়িত্ব পান সাবের হোসেন চৌধুরী। তার আমলেই আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস এসেছে এসিসি চেয়ারম্যান সাবের চৌধুরীর সময়েই। দেশের ক্রিকেটের স্বর্ণযুগের অধিপতি তিনি। ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিসিবি সভাপতি হন আ হ ম মোস্তফা কামাল এমপি। আইসিসির সহ-সভাপতি হওয়ায় কামাল বিসিবির সভাপতি পদটি ছেড়ে দেন। নতুন সভাপতি হন নাজমুল হাসান। নির্বাচিত কমিটির পরিবর্তে দায়িত্ব তুলে দেয়া হয় অ্যাডহক কমিটির হাতে। প্রথিতযশা ক্রিকেট সংগঠকদের বাইরে রেখে নতুন গড়া অ্যাডহক কমিটিতে স্থান পান অনেক অপরিচিত ব্যক্তিত্ব। অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়েই জাতীয় ক্রীড়া পরিষদের ওপর প্রভাব খাটিয়ে গঠনতন্ত্র সংশোধনের নামে অগণতান্ত্রিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তারা। তাদের সময়েই জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার ক্রিকেট লীগ মুখ থুবড়ে পড়ে। তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের কথা থাকলেও চেয়ার ছাড়তে যেন রাজি হচ্ছেন না কমিটির সদস্যরা। নানা বিতর্কিত কর্মকাণ্ডের পর আইসিসির চাপে নির্বাচন দিতে বাধ্য হচ্ছে বর্তমান কমিটি। কিন্তু তাতেও সমস্যা বাধিয়ে ফেলেছে তারা। নিজেদের মতো করে কাউন্সিলর মনোনয়ন করার জন্য বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংস্থাকে অনৈতিক সুযোগ-সুবিধা দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসবের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন সাবেক ও বর্তমান ক্রীড়া সংগঠকরা। অ্যাডহক কমিটির কর্মকাণ্ডের প্রকাশ্য সমালোচনা করেছেন সাবের হোসেন চৌধুরী ও সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন। মোবাশ্বের হোসেন এই সব সমস্যা নিয়ে অলিম্পিক অডিটরিয়ামে সংবাদ সন্মেলন পর্যন্ত করেন। নির্বাচনকে সামনে রেখে মাঠে নামছেন সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার সরকারের শীর্ষমহলের সঙ্গে বিসিবি সভাপতি পদে নির্বাচনের বিষয়ে আলাপ করেছেন সাবের চৌধুরী। ক্রিকেটকে সংকট থেকে রক্ষা করার জন্য সারাদেশের ত্যাগী ও যোগ্য সংগঠকদের নিয়ে প্যানেল করার ইঙ্গিত পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন এই ক্রীড়া ব্যক্তিত্ব আর তার পাশে পাচ্ছেন কিছু অভিজ্ঞ ক্রীড়া সংগঠক। মোট কথা নির্বাচনের তারিখ ঘোষণা হবার আগেই বেশ জমে উঠেছে বিসিবির নির্বাচনী আমেজ। এখন দেখার বিষয় কে আসবেন লাইম লাইটে।

আরও পড়ুন

সর্বশেষ