রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়ঢাকার সঙ্গে খুলনাসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে খুলনাসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে খুলনাসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস যোগাযোগ বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের এক চালক ও চেকারকে আটক এবং শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার  বিকেল থেকে এ ধর্মঘট শুরু হয়। অনির্দিষ্টকালের ঢাকাগামী পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। তবে আন্তঃজেলা পরিবহন চালু রয়েছে। ধর্মঘটের কারণে চাপ বেড়েছে ঢাকাগামী ট্রেনে। খুলনা রয়েলের মোড়ে পরিবহন কাউন্টারে অপেক্ষমাণ যাত্রী কবীর হোসেন জানান, তিনি জানেন না যে ঢাকাগামী পরিবহন বন্ধ রয়েছে। বিশেষ কাজে  ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু ধর্মঘটের কারণে যাওয়া যাচ্ছে না। পরিবহন শ্রমিকদের এ জিম্মি দশা থেকে তিনি মুক্তি চান। কবীর হোসেনরে মতো অনেক যাত্রী ধর্মঘটের কথা না জেনে নগরীর সোনডাঙ্গা বাসস্ট্যান্ড, রয়েলের মোড় ও শিববাড়ির মোড়ের পরিবহন কাউন্টারে এসে বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হচ্ছেন।

বুধবার সকাল ৯টায় খুলনা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনা  জানান,  মঙ্গলবার  ভোরে ঢাকার গাবতলী থেকে সোহাগ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস যশোরের বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ফরিদপুরে পৌঁছলে ওই বাসের ২২ জন যাত্রীর মধ্যে সাতজন অস্ত্র  ঠেকিয়ে ডাকাতি শুরু করে। পুলিশ এ ঘটনায় বাস চালক আয়নাল, হেলপার শাকিল ও রোড চেকার রবিউল ইসলামকে আটক করে। এ আটকের ঘটনায় বাস চালকের প্রতি অবিচার করা হয়েছে দাবি করে পরিবহন মালিক সমিতির নেতারা তাদের মুক্তির দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছেন। এ ধর্মঘটের ফলে খুলনা থেকে ঢাকাগামী কোনো পরিবহন ছেড়ে যাচ্ছে না বলেও জানান আনোয়ার হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ