আন্দামান সমুদ্র উপকূলে বাংলাদেশি জাহাজডুবির ঘটনায় আজ শুক্রবার আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার হয়েছেন দুইজন। জীবিত উদ্ধার হওয়া একজনের নাম মশিউর রহমান বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে এমভি হোপ নামের জাহাজটি মালাক্কা থেকে চট্টগ্রামে আসার পথে থাইল্যান্ডের রাকাজাই দ্বীপের কাছে সাগরে জাহাজটি ডুবে যায়। থাইল্যান্ডের দক্ষিণে ফুকেট দ্বীপ থেকে ৩২ কিলোমিটার দূরে জাহাজটি ডুবে যাওয়ার পর থাই রাজকীয় নৌবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ করছে। এই জাহাজডুবির ঘটনায় এখনো আরো তিন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।খবর থাইল্যান্ডের অনলাইন ভিত্তিক পত্রিকা ফুকেট নিউজের।