রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদরাজনীতিমানুষ হত্যাকারীদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি শেখ হাসিনার আহ্বান

মানুষ হত্যাকারীদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি শেখ হাসিনার আহ্বান

মানুষ হত্যাকারীদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি মানুষের জীবনযাত্রা ব্যাহত করেছে। আ.লীগ দেশের মানুষের উন্নয়ন করছে। আ.লীগ ক্ষমতায় এলে মঙ্গা থাকে না। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আগুন দিয়ে ৯০ জনের ওপরে মানুষ পুড়িয়ে মেরেছে। এই মানুষ হত্যাকারীদের আপনারা আর ভোট দেবেন না। জনসভা মঞ্চে উপস্থিত রয়েছেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপিত মঈদ উদ্দিন মন্ডল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক আবু সাঈদ আল স্বপন ও চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩ আসনে এমপি যথাক্রমে গোলাম রব্বানী, গোলাম মোস্তফা, আবদুল ওদুদ প্রমুখ। এর আগে বিকেল ৪টার কিছু আগে প্রধানমন্ত্রী জনসভামঞ্চে পৌঁছান। এসময় দলীয় সভানেত্রীকে  নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান।  দুপুর ১২টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে অবতরণ করে। পরে মহানন্দা নদীর ওপর ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন তিনি। এরপর দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার সাহেবের ঘাটে দ্বিতীয় মহানন্দা সেতুর (শেখ হাসিনা সেতু) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ