বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগঘরের ভেতর নিরাপত্তা দেয়া সম্ভব নয় : সিএমপি কমিশনার

ঘরের ভেতর নিরাপত্তা দেয়া সম্ভব নয় : সিএমপি কমিশনার

ঘরের ভেতর নিরাপত্তা দেয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল। শনিবার ব্যাংকরক্ষী খুনের ঘটনায় চারজন গ্রেপ্তার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যা, ব্যাংকে ঢুকে নিরাপত্তারক্ষী খুন এবং নিজ বাসায় সতীনের হাতে গৃহবধূ খুনের বিষয়ে প্রশ্ন করা হলে সিএমপি কমিশনার এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মন্তব্য করেন।  তিনি বলেন, ‘আমি মনে করিনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।’

সিএমপি কমিশনার প্রশ্নকারী সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যদি আপনার বাসায় বৌকে পিটিয়ে মেরে ফেলেন তাহলে নিরাপত্তা কে দেবে? ঘরের ভেতর ঢুকে ঢুকে তো নিরাপত্তা দেয়া সম্ভব না। সিএমপি কমিশনারের মতে, নগরীর চোরেরা এখন পেশা পরিবর্তন করে ডাকাতিতে জড়িয়ে পড়ছে। ডাকাতিতে অভিজ্ঞতা না থাকায় তারা খুরখারাপিতে জড়িয়ে পড়ছে।  ব্যাংকে নিরাপত্তারক্ষী খুনের ঘটনায় জড়িতদের তিনি ‘চোর’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘তারা ভেবেছিল টাকা ড্রয়ারের ভেতরে থাকে। ভল্টের ভেতরে যে টাকা থাকে সেটা তাদের ধারণাতে ছিলনা। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, অর্থ ও প্রশাসন) একেএম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কুসুম দেওয়ান ও অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত।

আরও পড়ুন

সর্বশেষ